Breaking News :

লালমোহনে ভুল চিকিৎসায় আঙুল হারাল হোজাইফা

বিশেষ প্রতিবেদক:

লালমোহনে ভুল চিকিৎসায় আঙুল হারিয়েছে হোজাইফা নামের তিন বছরের এক শিশু। সে উপজেলার বদরপুর ইউনিয়নের বশিরের ছেলে। বাবা বশির জানান, ২৮ অক্টোবর নানাবাড়ি বেড়াতে গিয়ে খেলার সময় হোজাইফার ডান হাতের মধ্য আঙুল কেটে যায়। পরে তার নানি স্থানীয় ডাওরী বাজারের ‘সেবা হেলথ কেয়ার সেন্টার’ নামের একটি ফার্মেসিতে নিয়ে যান। এ সময় ফার্মেসি মালিক নজরুল ইসলাম তালুকদার হোজাইফার কাটা আঙুল সেলাই করে দেন। কিছুদিন পর আঙুলে যন্ত্রণা দেখা দিলে হোজাইফাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলাই ঠিক হয়নি জানিয়ে আঙুল কেটে ফেলার পরামর্শ দেন। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হোজাইফার আঙুল কেটে ফেলা হয়। এ বিষয়ে জানতে চাইলে, বিষয়টি ফয়সালা হয়ে গেছে বলে ফোন কেটে দেন অভিযুক্ত নজরুল ইসলাম।