Inter city riches of ra Jackpot -Slot express Hockey Spielautomat gebührenfrei online aufführen
ভোলায় বিএনপি-জামাতের ৮ নেতাকর্মী গ্রেফতার
অনলাইন ডেস্ক :
হরতালের সমর্থনে ভোলায় মিছিলের সময় নাশকতার আশঙ্কায় যুবদল ও জামায়াতের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় চার যুবদলকর্মী ও সদরের আগারপুল এলাকা থেকে চার জামায়াতকর্মীকে আটক করা হয়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি, র্যাব ও কোস্টগার্ড মোতায়ন করা হয়েছে। অন্যদিকে হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ শহরের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচী পালন করেছে।