Breaking News :

লালমোহনে বোমা তৈরির সময় বিস্ফরণ, নিহত ১

অনলাইন ডেস্ক :

ভোলায় একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সোমবার দিবাগত রাত তিনটার দিকে জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন আজাহার মাঝিতে বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মনির বয়াতি (৪০)। তিনি ওই এলাকার তালের আলীর ছেলে। আহতের নাম ফিরোজ।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এগিয়ে এসে দুই জনকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নেওয়া হয়। পরে থেকে চিকিৎসক তাদের জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে আহত মনির মারা যায়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত জব্দ করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।