Breaking News :

ঘূর্ণিঝড় মিধিলি: মনপুরায় ২ ট্রলার ডুবি, তিন জেলেকে জীবিত উদ্ধার

মনপুরা প্রতিনিধি:

ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে অতিরিক্ত জোয়ার ও বাতাসের প্রভাবে মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের লতাখাল এলাকায় একটি ট্রলার নদীতে ডুবে যায়।

পরে পাশ্ববর্তী একটি ট্রলারে রাজীব, মিরাজ ও লতিফ নামের তিন মাঝি ঐ ট্রলারটি উদ্ধারের জন্য অন্য ট্রলার নিয়ে নদীতে যায়। পথিমধ্যে তাদের ট্রলারটিও ডুবে যায়। এই সংবাদ উপজেলা প্রশাসন কে জানালে, তারা তৎক্ষনাৎ ডুবে যাওয়া দুই ট্রলারের লোকদের উদ্ধার করতে ব্যাবস্থা গ্রহণ করে।

দাশেরহাট এলাকার মো. শামীম, কাদীর, আব্বাস, আব্দুর রহিম, রাশেদ ও মো. মহিউদ্দিন উত্তাল নদী পাড়ি দিয়ে চর শামসুদ্দিন এলাকা থেকে ডুবে যাওয়া ট্রলারের ৩ জনকে উদ্ধার করে মনপুরা হাসপাতালে ভর্তি করে।

জীবনের ঝুঁকি নিয়ে ডুবে যাওয়া ট্রলারের ৩জনকে উদ্ধার করায়, উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম তাদের পুরুষ্কৃত করেন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের প্রভাবে মনপুরা উপজেলায় ব্যাপক ফসল ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।