Breaking News :

নিখোঁজ ইউসুফের সন্ধান চায় পরিবার

শিক্ষানবিশ রিপোর্টার:

শিশু ইউসুফের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। ৫ দিন ধরে নিখোঁজ সন্তানের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার মা-বাবার। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।ইউসুফ ভোলার রাজাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মুতাসিন সর্দারের ছেলে। তার বয়স ১২ বছর। গত ১২ নভেম্বর বিকালে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে সেদিন রাতেই ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। জিডিতে বলা হয়েছে- ইউসুফ’র গায়ের রং ফর্সা, মুখোমন্ডল লম্বাটে, গায়ে ছিল সবুজ রঙের একটি টি-শার্ট। কেউ শিশু ইউসুফ’র সন্ধান পেলে, রাজাপুর ইউনিয়ন পরিষদ, ভোলা সদর, ভোলায় অথবা ০১৭৫৪৯৩০৩৩২ নাম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।