আমরা বাঁচলেই কী আর মরেগেলেই কী! বঙ্গবন্ধু কন্যা বেঁচে থাকা দরকার: ড. শান্ত
নিউজ ডেস্ক :
আমাদের মতো মানুষ বাঁচলেই কী আর মারা গেলেই কী! বঙ্গবন্ধু কন্যার বেঁচে থাকা দরকার আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের জবাব দিতে যুবলীগ বদ্ধপরিকর। ১৯৭১ সালের ১৫ই আগস্ট আমারা বঙ্গবন্ধুকে বাঁচাতে ব্যর্থ হয়েছি, সেদিন বাচঁতে পারিনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিও। প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু ও শেখ মনি’কে শ্রদ্ধাভরে স্বরণ করছি, তাদের আদর্শে গড়া যুবলীগ আজ সুসংগঠিত। শনিবার (১১ নভেম্বর) যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ভোলা শহরের শান্তু নীড়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় সাবেক ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি, যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাক আহমেদ শাহীনসহ বিভিন্ন ইউনিয়নের শত শত নেতা-কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।