ভোলা সরকারি কলেজে; ছাত্রলীগের অবরোধ বিরোধী বিক্ষোভ
মেসকাত আহমেদ ( শিক্ষানবিশ রিপোর্টার)
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ভোলা সরকারি কলেজ ছাত্রলীগ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় এই অবরোধ কর্মসূচির তীব্র প্রতিবাদ জানিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে কলেজ ইউনিটসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিক্ষোভের সময় ‘বিএনপির অবরোধ, মানি না, মানবো না’, ‘দেশ বিরোধী চক্রান্ত মানি না, মানবো না’, ‘অবৈধ অবরোধ, মানি না মানবো না’, ‘ছাত্রদলের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। পরে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল।
বক্তব্যে তারা বলেন, বিএনপি, জামায়াত-শিবির পরিকল্পিতভাবে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য অবরোধ-হরতালের মতো সহিংস কর্মসূচি দিয়েছে। তারা হিংস্রতার প্রতীক হিসেবে বিভিন্ন যাত্রীবাহী বাসে আগুন দিচ্ছে। এতে করে দেশের অগ্রগতি যেমনিভাবে বাধাগ্রস্ত হচ্ছে তেমনি সাধারণ মানুষজনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনোভাবেই বিএনপি-জামায়াতের অপশক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না। তাদের সহিংস কার্যক্রম রোধ করতে ছাত্রলীগ সবসময় মাঠে রয়েছে।
এসময় বিক্ষোভ মিছিলে ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহমেদ ফাহিম, সহ-সভাপতি আমিনুল ইসলাম ইভান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান গোলদার, কলেজ ছাত্রলীগ নেতা আরমান, সাকিবুলসহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।