Breaking News :

শিক্ষার্থীদের জিম্মি করে রাজনৈতিক কর্মসূচি দেওয়া ঠিক নয়: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক :

চলতি মাসেই স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। তবে অবরোধের কারণে পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকেরা। এরই মধ্যে স্কুলে উপস্থিতি কমেছে। করোনার ক্ষতি কাটিয়ে না উঠতেই, রাজনৈতিক অস্থিরতায় শিক্ষার্থীরা আরও বিপাকে পড়তে পারে- এমন শঙ্কায় শিক্ষকেরা। মন্ত্রণালয় বলছে, পরীক্ষার ক্ষতি করে রাজনৈতিক কর্মসূচি কাম্য নয়।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে, স্কুলের বার্ষিক পরীক্ষা এগিয়ে আনা হয় নভেম্বরে। ভর্তি কার্যক্রমও চলতি মাসেই হবে। কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা। অবরোধে বিভিন্ন স্থানে চলছে আগুন-ভাঙচুর। এমন বাস্তবতায় বাবা-মায়েরা বলছেন, সন্তানদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় তারা। এ ছাড়া সন্তানদের স্কুলে পাঠানোর ব্যাপারে সবসময় ভয়ের মধ্যে আছেন তারা।

অন্যদিকে শিক্ষার্থীরা জানান, অবরোধের কারণে তারা আতঙ্কিত থাকছে। এ জন্য অনেকেই স্কুলে আসতে পারছে না।

এ বিষয়ে কারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ‘করোনার প্রভাব কাটিয়ে কিছুটা স্বাভাবিক রুটিনে ফিরেছি। এর মধ্যে এই অস্থিরতায় আবার পিছিয়ে যাবে। রাজনৈতিক দলের প্রতি সহনশীল আচরনের আহ্বান রইলো।’

এ নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘পরীক্ষার সময় আমাদের শিক্ষার্থীদের জিম্মি করে রাজনৈতিক কর্মসূচি দেওয়া এটি একিবারেই ঠিক নয়।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা তো জনগণের জন্য রাজনীতি। জনগণের যাতে ক্ষতি না আমাদের তো সেটাই করতে হবে। এমন কোনো কর্মসূচি দেওয়া উচিত নয়, যাতে শিক্ষাজীবন হুমকির মুখে পড়ে।’

এদিকে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। সহিংসতার কারণে সে পরীক্ষা নিয়েও দুশ্চিন্তায় রয়েছে শিক্ষার্থীরা।