Ready for UFOs? Study suggests Virginia greatest county to possess surviving alien invasion
ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার; বরিশাল বিভাগের শ্রেষ্ঠ
মেসকাত আহমেদ (শিক্ষানবিশ রিপোর্টার)
প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ বরিশাল বিভাগের শেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম। তিনি ২০২২ সালের ২৭ জানুয়ারি থেকে ভোলা সদরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এরপর থেকে তিনি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে; শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা, পাঠদানের মনিটরিং, শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করা, ম্যানেজমেন্ট বিষয় দেখভাল করার উপর গুরুত্বারোপ করেন। উপজেলা ব্যাপী তার এমন সময়পোযোগী বিভিন্ন কর্যক্রম সফল ভাবে বাস্তবায়ন করায়; প্রথমিক শিক্ষা পদক ২০২৩-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার পর এবার বিভাগীয় পর্যায়েও প্রথম হয়েছেন এই কর্মকর্তা। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের এমন অর্জনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকসহ সুশীল সমাজের মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।