Melhores Slots Darmowe spiny w automacie Chinese New Year Online para Abiscoitar Algum 2025
জনগণ আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়: ড. শান্ত
ভোলার সময় প্রতিবেদক:
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ড. আশিকুর রহমান শান্ত বলেছেন, দেশের জনগণ আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় দেখতে চায়। বিএনপি তাদের চিরচেনা রূপে আবারও ফিরেছে। গড়িতে অগ্নিসংযোগ, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ পিটিয়ে হত্যা আর সন্ত্রাসের মাধ্যমে পেছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় আসতে চায়। কিন্তু এ দেশের জনগণ বিএনপির এই স্বপ্ন কখনই পূরণ হতে দেবে না। রবিবার (২৯ অক্টোবর) শান্ত নীড়ে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসন থেকে আগত নারী নেতৃবৃন্দ নিয়ে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দৌলতখান উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাবুল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খালেদ মাহমুদ টুকু, ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন। সমাবেশ আরো বক্তব্য রাখেন, নারী নেত্রী তাসলিমা বেগম, আরজু বেগম প্রমুখ।