সে ছিল আমার গল্পে, আমার অনুভবে
সময়ের অসৎ পরিভ্রমণ তুমি আজ
হয়েছ বঙ্গের এক বিকৃত ইতিহাস!
তবুও দেখেছি তোমাকে, খেলিয়েছ ঝংকার
জাগিয়েছি কলরব-উচ্ছ্বাস উদ্দীপনা!
ভাসতে পারি নাই তোমার ম্যানিফেস্টোতে
ভেসেছি নগরীর সব দূষিত সিনট্যাক্সে।
তবুও হাজার ক্রোশ দূর হতে—
যুবকের অনুভবে তুমি মহান।