মনপুরায় বিক্ষোভ সমাবেশ; ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ
শিক্ষানবিশ রিপোর্টার:
ভোলার মনপুরায়, ‘ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘ওলামা ঐক্য পরিষদ,। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ধর্মপ্রাণ মুসলিম জনতা দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নেয়। সমাবেশে মনপুরা ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাও. মফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি ইউসুফ সাহেব, সহ-সভাপতি মাও. সিহাব উদ্দিন, সহ-সভাপতি মাও. আব্দুল মতিন ফয়েজী, সহ-সভাপতি মাও. হারুনুর রশিদ, মনপুরা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম শাজাহান, যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমূখ। এসময় বক্তারা নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যা বন্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবীসহ ফিলিস্তিনের মুসলিম জনগণের পক্ষে সমগ্র মুসলিম জাহানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।