Breaking News :

জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক :

জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী নিবন্ধিত দল নয়, তাদেরকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। বিএনপি অনুমতি চেয়েছে, ডিএমপি কমিশনার সুবিধাজনক জায়গায় তাদের অনুমতি দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরি, চিকিৎসা ইত্যাদি কারণে মানুষের চলাচল করতে হয়। ২৮ অক্টোবর আমরা ঢাকায় প্রবেশ পথ বন্ধ করবো না। যদি শান্তিপূর্ণভাবে তারা সমাবেশ করে চলে যায়, তাহলে হলো। সরকারকে ধাক্কা দিলে পড়বে না বলে জানিয়েছেন তিনি।

এর আগে, সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৮ অক্টোবর শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দেয়। এজন্য পুলিশের কাছে অনুমতিও চেয়েছিল তারা। মঙ্গলবার (২৪ অক্টোবর) ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাদের (জামায়াত) সভা-সমাবেশের অনুমতি দেয়া হবে না। কারণ জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী একটি রাজনৈতিক দল। যে দলটি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত।