Breaking News :

মনপুরা উপজেলা চেয়ারম্যান; বরিশাল বিভাগের শ্রেষ্ঠ

মেসকাত আহমেদ (শিক্ষানবিশ রিপোর্টার)

প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ বিভাগীয় পর্যায়ে বরিশাল বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভোলা জেলার মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা বাছাই কমিটির সভাপতি মো. শওকত আলী। জানাযায়, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য সেবা, শিক্ষার মান উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যেমে প্রাথমিক শিক্ষাকে ত্বরান্বিত করায় বরিশাল বিভাগে ৪১টি উপজেলার মধ্যে সেলিনা আক্তার চৌধুরী’কে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়াম্যান নির্বাচিত করা হয়েছে। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর মনপুরা উপজেলায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ জেলা পর্যায়ে ভোলার শ্রেষ্ঠ হয়েছিলেন এই নারী উপজেলা চেয়ারম্যান।