Breaking News :

ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৪৩৬ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক:

গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টার হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় এখন পর্যন্ত  ইসরায়েলের হামলায় ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

উত্তর গাজার আল-শাতি শরণার্থী শিবিরের পাশাপাশি খান ইউনিসের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ দক্ষিণ অংশে রাফাহ এবং খান ইউনিসকে কেন্দ্র করে হামলা চালানো হয়। ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সোমবার সন্ধ্যায় হামলার কথা জানায়।

আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এর আগে সোমবার জিম্মি  দুই ইসরায়েলি নারীকে মুক্তি দেয় হামাস। এখন তেল আবিবের একটি হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন এবং পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়েছেন তাঁরা। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। তবে ওই দুই নারীর স্বামীকে বন্দী করে রাখা হয়েছে।

এদিকে পশ্চিম তীরের বেশ কয়েকটি শহরে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি ফোনকলে কথা বলেছেন। গাজায় মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন বাইডেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় হামাস। ওই হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। এরপর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।