Breaking News :

বারুদের গান-১

লেখা: জাবেদ মাহমুদ ফিরোজ/

 

আমরা দেখেছি
নিকষ কালো রাত
চিক করে জ্বলে ওঠা
হায়নার দাত।

জানি বদলায় –
মানুষের মন,
আকাশের রঙ,
এই দিনক্ষন!

মানুষের সৃষ্টি
বারুদের বৃষ্টি
পৃথিবীর কৃষ্টি,
হোক অবসান
বারুদের গান।

পুষ্প পরশে
নতুন হরষে
কেটে যাক রাত
আমাদের সাধ।