Breaking News :

এমপি জ্যাকবের আরেক দৃষ্টিনন্দন স্থাপনা; চরফ্যাশনে আধুনিক খাসমহল মসজিদ উদ্বোধন

মেসকাত আহমেদ (শিক্ষানবিশ রিপোর্টার)

ভোলার চরফ্যাশনে দেশের প্রথম পরিবেশবান্ধব ও স্থাপত্যশৈলী মসজিদ, ‘চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে’। শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে জেলার হাজার সংখ্যাক আলেম-ওলামা ও ইমামদের নিয়ে এই মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি)। উদ্বোধন শেষে মসজিদ নির্মাণ ব্যবস্থাপনাকারী ভোলা-৪ আসনের এই সাংসদ বলেন, আমার জীবনে স্বপ্ন ছিল একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের। আজ আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এসময় চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোর্শেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আগত মুসল্লিগণ উপস্থিত ছিলেন।