Melhores Slots Darmowe spiny w automacie Chinese New Year Online para Abiscoitar Algum 2025
চরফ্যাশনে গৃহবধূর ঝুলন্ত লাশ রেখে পালাল সোহেল
অনলাইন ডেস্ক :
চরফ্যাশনে স্বামী সোহেলের বসতঘরের নিজ শয়নকক্ষ থেকে সাথী বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে শশীভূষণ থানা পুলিশ হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনার পর পরই গৃহবধূর ঝুলন্ত লাশ ঘরে রেখে পালিয়ে যান স্বামী সোহেল ও শাশুড়ি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭ মাস আগে শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত একাব্বর কাজীর ছেলে সোহেলের সঙ্গে সাথীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের মাস খানেক পর থেকেই পারিবারিক কলহ শুরু হয়।
ওইদিন বিকেলে স্বামী সোহেলের সঙ্গে দাম্পত্য কলহের জের ধরেই গৃহবধূ সাথী নিজ শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। ঘটনার পর গৃহবধূর শাশুড়ি ঘরের আড়ার সঙ্গে পুত্রবধূর নিথর দেহ ঝুলতে দেখে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা শশীভূষণ থানা পুলিশকে খবর দিলে পুলিশ শয়নকক্ষ থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। গৃহবধূর স্বামী ও পরিবারের সদস্যরা পলিয়ে যাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।
বিষয়টি নিয়ে শশীভূষণ থানার ওসি মো. এনামুল হক জানান, খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।