উরুগুয়ের কাছে ২-০ ব্যাবধানে হারলো ব্রাজিল
খেলা ডেস্ক:
ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আবারও হোঁচট খেল ব্রাজিল। আগের ম্যাচে ঘরের মাঠে পুঁচকে ভেনেজুয়েলার সঙ্গে ড্রয়ের পর আজ উরুগুয়ের কাছে হেরেই গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মন্তেভিডিওর সেন্তেনারিওতে ২-০ গোলে হেরেছে ব্রাজিল।
উরুগুয়ের ঘরের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও আক্রমণ ছিল নিষ্ফলা।
পুরো ম্যাচে দলটি প্রতিপক্ষের গোলমুখে রাখতে পারেনি একটি শটও। সেদিকে ব্যতিক্রম উরুগুয়ে। গোলমুখে নেওয়া দুটি শটই গোলেই রূপান্তর করেন ডারউইন নুনিয়েজ এবং নিকোলাশ দে লা ক্রুজ।
বিস্তারিত আসছে…