ভোলায় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক:
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের ব্যাকওয়ে চাইনিজ রেস্টুরেন্টে কেককাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় দৈনিক কালবেলার ভোলা প্রতিনিধি ওমর ফারুক’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, প্রবীণ সাংবাদিক এম এ তাহের, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক ভোলার বানী পত্রিকার সম্পাদক মাকসুদ রহমান, দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, ভোলা রিপোটার্স ইউনিটির সভাপতি আল আমিন শাহরিয়ার ও দ্বীপকন্ঠের সম্পাদক ইউসূছ শরীফ প্রমূখ। এসময় বক্তারা বলেন, দৈনিক কালবেলা পত্রিকা স্বল্প সময়ের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দেশে ও বিদেশে পাঠক নন্দিত হয়েছে। যখন মানুষ পত্রিকা পড়ায় বিমুখ হয়ে পড়ছিল, তখন দৈনিক কালবেলা নতুন নতুন খবর নিয়ে পাঠকদের আকৃষ্ট করে যাচ্ছে। এজন্য আবারও মানুষ পত্রিকা পড়ায় মনোযোগী হয়েছেন। বক্তারা দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।