Breaking News :

দেশের উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রেখেছে বুয়েট : ভিসি

অনলাইন ডেস্ক:

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেছেন, অনেকের স্বপ্ন ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হবে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। বলা হবে ‘বুয়েট ইজ বুয়েট’, এটি হবে অনন্য। পদ্মাকে শাসন করে বুয়েট যে বুয়েট এটি প্রমাণিত হলো। দেশের উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রেখেছে বুয়েটে।