“প্রিয় তুমি,, এহসানুল হক জিহাদ
সাহিত্য ডেস্ক:
আমি ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমার স্পর্শ
তোমার মায়ামাখা চাহনি
আমি তোমাতেই মুগ্ধ…।
আমি আকাশের পাখিগুলোকে
যেমন স্বার্থহীনভাবে
নিরলস ভালোবাসি
তেমনি তোমাকেও ভালোবাসি…।
নীল রং যেমন ভীষন প্রিয়
তেমনি তুমিও আমার ভীষনরকম
প্রিয় একজন…।
আমার যেমন
খরস্রোতা মেঘনাকে ভালোলাগে
তেমনি তোমায় ও লাগে…।
তোমার যেমন বসন্ত প্রিয়
শরৎ এর কাশফুল প্রিয়
ঠিক সেরকমই আমার প্রিয় তুমি…।
আমি যেমন,মেঘনার তীরে বসে
কাটিয়ে দিতে পারি
সারা বর্ষা,শীত,গ্রীস্ম…।
ঠিক তেমনই তোমার জন্য
অপেক্ষা করেও
কাটিয়ে দিতে পারি
যুগের পর মহাযুগ…।