ভোলায় শিখো-প্রথম আলো থেকে সংবর্ধনা পেলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা
মেসকাত আহমেদ (শিক্ষানবিশ রিপোর্টার)
ভোলায় শিখো-প্রথম আলো থেকে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পাওয়া ৪ শতাধিক কৃতী শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মশিউর রহমান’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর ভোলা প্রতিনিধি মো. নেয়ামতউল্যাহ। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন জাহাঙ্গীর, প্রথম আলোর বিশাল বাংলা বিভাগের তুহিন সাইফুল্লাহ, ভোলা সরকারি বালক উচ্চ-বিদ্যালয়ের শিক্ষক আল মনির। দিনব্যাপী আয়োজিত এই সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য ছিলো ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স এবং ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস।