Breaking News :

চরফ্যাশন কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

কলেজ প্রতিবেদক:

চরফ্যাশন সরকারি কলেজে একাদশ শ্রেণির ২০২৩—২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে। রবিবার সকাল ১০টায় বিজ্ঞান ,মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার এই ৩টি বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেয়া নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় এবং প্রতিটি বিভাগের শিক্ষকদের পরিচয় করে দেয়া হয়। ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষক পরিষদের সম্পাদক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, চরফ্যাশন সরকারি কলেজ এই উপজেলার একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এই কলেজের শিক্ষার্থী হিসেবে তোমরা লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিয়ম শৃঙ্খলাও মেনে চলতে হবে। তবেই তোমরা ভালো ফলাফল অর্জন করবে এবং মানুষের মতো মানুষ হবে। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।