Breaking News :

ভোলা সরকারি কলেজে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দিল রেড ক্রিসেন্ট

কলেজ প্রতিবেদক:

সহশিক্ষা কর্যক্রমের আওতায় রেডক্রস রেড ক্রিসেন্ট নবীন সদস্যদের জন্য মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে, ভোলা সরকারি কলেজ রেড ক্রিসেন্ট টিম। বৃহস্পতিবার শুরু হয়ে শনিবার (৭ অক্টোবর) আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনের মধ্যে দিয়ে এই কর্মশালা সমাপ্তি হয়। সমাপনী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও রেড ক্রিসেন্ট কলেজ টিমের সম্পাদক মো. জামাল উদ্দীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মো. এনায়েত উল্লাহ্, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্লাহ স্বপন ও ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসহ সব ধরণের মানবিক সহায়তা দিচ্ছে। পাশাপাশি এ ধরেনর প্রশিক্ষণ, কর্মক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালনের সময় ঝুঁকি কমাতে সাহায্য করবে।’ এসময় প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ সর্দার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. এরশাদ, বাংলা বিভাগের প্রভাষক মো. মনির হাসান, রেড ক্রিসেন্ট ভোলা সরকারি কলেজ টিমের দলনেতা আবু রায়হানসহ কলেজ ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।