মহানবীকে নিয়ে কটূক্তি: ভোলায় আসাদ নূরের ফাঁসি চেয়ে মানববন্ধন
দিদার হোসেন :
বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিভিন্ন ভিডিওতে কটুক্তি করায় ব্লগার আসাদ নূর কে গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার (৯ই আগষ্ট) সকালে ভোলার আলতাজের রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কলেজের শিক্ষার্থী মোঃ হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তরের সভাপতি আতাউর রহমান মোমতাজী, শিক্ষক ইয়ারুল আলম হেলাল, সাংবাদিক ইয়ামিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক অনিক আহমেদ, হাসনাইন আহমেদ, সোহেল রানা, মেসকাত আহমেদ, এম. ইসমাইল, ফটো সাংবাদিক কিবরিয়া, স্বেচ্ছাসেবী সংগঠক আশিকুর রহমান, আব্বাস উদ্দিনসহ মানববন্ধনে অংশ নেওয়া কলেজের শিক্ষার্থীবৃন্দ।