Breaking News :

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভোলার নতুন পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

ভোলার সময় ডেস্ক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভোলার নতুন পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান (বিপিএম)। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করেন পুলিশ সুপার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন, ডিআইও-১ জেলা বিশেষ শাখা ভোলাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।