বদ্ধ কক্ষে মিলল ববি ছাত্রীর অর্ধগলিত লাশ
অনলাইন ডেস্ক :
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন মোল্লা ছাত্রী নিবাসের চতুর্থ তলার একটি বন্ধ কক্ষ থেকে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া একটি অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অই ছাত্রীর নাম রিবনা শাহরিন। মৃত রিবনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী। তার বাসা পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলায়।
বুধবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের পেছনে মোল্লা ছাত্রী নিবাসের (রোকেয়া হল নামে পরিচিত) একটি কক্ষ থেকে রিবনা শাহারিন নামে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষণ্ণতার কারণে সে কয়েকদিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়, মেসের চতুর্থ তলার একটি কক্ষে শাহরিন একা থাকতো। গত দুদিন যাবৎ স্বজনরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলো না। বুধবার সন্ধ্যার দিকে তার মা’সহ কয়েকজন স্বজন ছাত্রীনিবাসে পৌঁছে শাহরিনের কক্ষ ভেতর থেকে আটকানো দেখেন। অন্যান্যদের সহযোগীতায় দরজা খোলার পর ফ্যানের সঙ্গে শাহরিনের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফ্যানের সাথে অর্ধগলিত মৃতদেহ ঝুলছে। মৃতদেহ পচে শরীর থেকে মাংস খসে পড়ার উপক্রম হয়েছে। দুর্গন্ধ ছড়িয়েছে পুরো কক্ষে।