ভোলার নতুন জেলা প্রশাসক আরিফুজ্জামান
শিক্ষানবিশ রিপোর্টার:
জনপ্রশাসনে রদবদল, সপ্তাহ ব্যবধানে ভোলায় ২য় বারের মতো নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার, এবার পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের একান্ত সচিব আরিফুজ্জামান ভোলার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ৬ জুলাই তাকে শরীয়তপুরের ডিসি হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করলেও পরবর্তী আদেশে তাকে ভোলার জেলা প্রশাসক হিসেবে পদায়ন দেওয়া হয়েছে। শনিবার ১৫ই জুলাই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ভোলার ডিসি মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে শরীয়তপুরের ডিসি হিসেবে বদলি করা হয়েছে এবং শরীয়তপুরের ডিসি আরিফুজ্জামানকে ভোলার ডিসি করা হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি আদেশে ভোলার ডিসি তৌফিক ই-লাহী চৌধুরী’কে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব পদে নিয়োগ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে ভোলার জেলা প্রশাসক করা হয়েছিলো।