Breaking News :

বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক শনিবার

অনলাইন ডেস্ক :

বিএনপির সঙ্গে বৈঠক করতে যাচ্ছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। আগামীকাল শনিবার (১৫ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।শুক্রবার (১৪ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেবেন। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন।বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুসন্ধানী অগ্রগামী দল গত ৮ জুলাই ঢাকা এসেছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত তাদের ঢাকা সফরের কথা রয়েছে।