নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন, ভোলায় কালো পতাকা মিছিল
মেসকাত আহাম্মেদ (শিক্ষানবিশ রিপোর্টার)
ভোলা ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) এর উদ্দ্যেগে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি ও লঞ্চ ভাড়া বৃদ্ধিসহ ৭ দফা দাবীতে ভোলায় বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করা হয়। শনিবার (২০ই আগস্ট) সকালে ভোলা সদরে কে জাহান মার্কেটের সামনে এ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ব্যবসায়ীরা নানা অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে চলেছে। এর ফলে প্রতিদিনই কোনো না কোনো দ্রব্যের মূল্যবৃদ্ধি পাচ্ছে। সরকার দ্রব্যমূল্যের লাগাম টানতে শুল্ক রেয়াত দিলেও তার প্রভাব নেই বাজারে। মূলত ব্যবসায়ীরা অধিক লাভবান হতে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বাড়িয়ে চলেছে। এ অবস্থায় সব শ্রেণিপেশার মানুষ আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি রাখতে পারছেন না।দ্রব্যমূল্যের এ গতি রুখতে না পারলে সমাজে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে। এ জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।