Breaking News :

সাংবাদিক গোলাম রব্বানি হত্যার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন

অনলাইন ডেস্ক :

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি হত্যায় ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন সারা দেশের সাংবাদিকেরা। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামালপুরসহ সারা দেশের সাংবাদিক নেতারা।

এদিকে দুই দফা জানাজা শেষে শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে নাদিমের দাফন সম্পন্ন করা হয়। জানাজায় অংশ নেন স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।

সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকেরা। সংবাদ প্রকাশের জেরে নির্মমভাবে সাংবাদিক রব্বানিকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।

রাজবাড়ীর পাংশায় মানববন্ধনে সাংবাদিকেরা অভিযোগ করেন, দেশে সাংবাদিক নির্যাতন বেড়ে গেছে। বিচার না হওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

সাংবাদিক গোলাম রব্বানিকে হত্যার প্রতিবাদে শরীয়তপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণমাধ্যমকর্মীরা। সাংবাদিকদের হয়রানি বন্ধ ও পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতে আলাদা আইন প্রণয়নের দাবি জানান বক্তারা।

গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে শুক্রবার সকাল ১১টার দিকে শরীয়তপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেছেন জেলার সাংবাদিকেরা।

মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

এ ঘটনার প্রতিবাদে একই বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার কর্মরত সাংবাদিকেরা। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের হত্যা করে পার পাওয়া যাবে না। সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে নাদিমকে হত্যা করা হয়েছে। নাদিম হত্যার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকলকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। হত্যাকান্ডে জড়িতদের কঠোর শাস্তি ফাঁসির দাবি জানান সাংবাদিকরা।

জামালপুরের সাংবাদিককে হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। শুক্রবার ১২ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে জেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, সাংবাদিককে অন্যায়ভাবে নির্যাতন, মামলা-হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। এটা দেশের সার্বভৌমত্বের ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। কথায় কথায় সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও হত্যা এটা চলতে পারে না। সরকারকে সাংবাদিকদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

এ সময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই হত্যাকাণ্ডের জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিকরা।

সাংবাদিক গোলাম রব্বানী হত্যার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আজ সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন সাংবাদিকেরা।

প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন, সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার বিচারসহ অধিকাংশ সাংবাদিক হত্যার বিচার সম্পূর্ণ হয়নি। ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা ও নির্যাতন বিচার না হওয়ায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠছে।

এ ছাড়া, খুলনা, বাগেরহাট, পঞ্চগড়, নাটোর ও খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।

সাংবাদিক রব্বানি হত্যার প্রতিবাদে খুলনা, মাদারীপুর, রাজবাড়ী, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের হয়রানি বন্ধে আলাদা আইন প্রণয়নের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত বুধবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় আহত হন একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।