Breaking News :

সাংবাদিক নাদিম হত্যা: বরিশালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ

অনলাইন ডেস্ক :

সংবাদ প্রকাশের জেরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রব্বানি নাদিম নিহতের প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সাংবাদিকবৃন্দের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্বে করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও গবেষক আনিসুর রহমান খান স্বপন।

এসময় বক্তব্য দেন- বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আখতার ফারুক শাহীন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ, সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সহ-সভাপতি রাহাত খান, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ ও বর্তমান সভাপতি নজরুল বিশ্বাস, বাংলা ভিশনের বরিশাল ব্যুরো প্রধান সাহিন হাসান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সঞ্চালনা করেন ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার সৈয়দ মেহেদী হাসান।

এসময় বক্তারা জামালপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বিচারের দাবিতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। আর বরিশাল থেকে শুরু হওয়া এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলে হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা। এদিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতারা। পৃথক বিবৃতিতে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি গোলাম রাব্বানী নাদিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।