Soju Dragon Spin kostenlose Spins 150 Bomb Habanero Slot book of ra 6 slot Slot-Spiele
মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামির ঢামেকে মৃত্যু
অনলাইন ডেস্ক :
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে থাকা মানবতাবিরোধী অপরাধ মামলার কয়েদি মো. নিজামুল হক (৭৫) অসুস্থ হলে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) ভোর পাঁচটার দিকে দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া। কর্তব্যরত চিকিৎসক সকাল সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী সুলাইমান জানান, ভোরের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ পড়লে দ্রুত আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত নিজামুল হক একজন মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।