Enjoy East Emeralds For free: Trial and Nyx Interactive slot machines games you can Slot Comment
হজ পালনে গিয়ে ১১ বাংলাদেশির মৃত্যু
অনলাইন ডেস্ক :
পবিত্র হজ পালনে সৌদি আরব গিয়ে ১১ বাংলাদেশি মারা গেছেন। তারা সবাই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। রীতি অনুযায়ী মক্কায় মারা যাওয়া মুসল্লিদের সেখানেই দাফন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি আরবের প্রতিকূল আবহাওয়া ও পরিবেশের কিছুটা ভিন্নতার কারণে প্রতিবছরই স্বাস্থ্যগত নানা সমস্যায় ভোগেন হজযাত্রীরা। এমনকি মৃত্যুও হয় অনেকের। চলতি বছরও হজ পালনে গিয়ে মক্কাতে ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। যদিও এদের সবারই স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত প্রায় ৭৪ হাজার বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর ১ লাখ ২২ হাজার ২২১ বাংলাদেশির হজ পালনের করার কথা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পালিত হবে পবিত্র হজ। হজযাত্রীদের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে মক্কা ও মদিনা উভয় স্থানেই জরুরি স্বাস্থ্যসেবার সব ব্যবস্থা রয়েছে। এছাড়া বাংলাদেশিদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এ দুই স্থানেই ২৪ ঘণ্টা সেবা দিতে নিয়োজিত আছে বিশেষ মেডিকেল টিম।