Soju Dragon Spin kostenlose Spins 150 Bomb Habanero Slot book of ra 6 slot Slot-Spiele
৩ হাজার ২৩৩ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে ৬৪ কোটি টাকা বরাদ্দ
অনলাইন ডেস্ক :
২০২২-২৩ অর্থবছরে দেশের ৩ হাজার ২৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংস্কারকাজ (মাইনর) করতে ৬৪ কোটি ৬৬ লাখ টাকা অনুমোদন দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। মেরামত বাবদ প্রতিটি বিদ্যালয়কে ২ লাখ টাকা স্লিপ মানি হিসেবে দেয়া হবে। ডিপিইর এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপিও)-আওতায় সাব-কম্পোনেন্ট মেইনটেনেন্স কার্যক্রম বাস্তবায়নের নিমিত্ত ২০২২-২৩ অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য থানা/উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুকূলে মেরামত ও সংরক্ষণ খাতের অনাবাসিক ভবন উপখাতের অর্থনৈতিক কোড ৩২৫৮১০৭) জিওরি এবং আরপিএ (জিওবি) বরাদ্দ থেকে ৬৪ কোটি ৬৬, লাখ টাকা মঞ্জুরি করা হয়েছে।
অর্থ ব্যয়ের শর্তাবলি
কোনো অবস্থায়ই বরাদ্দ অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলন ব্যয় করা যাবে না। এ ব্যয় কোনো ক্রমেই সংযুক্ত ছকে বর্ণিত খাত এবং অর্থনৈতিক কোড ব্যতীত অন্য কোনো উপ-খাত এবং কোডে ব্যয় করা যাবে না। সরকারি আর্থিক বিধি অনুসরণ করে অর্থ ব্যয় করতে হবে। খরচের সব অউচার তার অফিসে সংরক্ষণ করাসহ বেশ কয়েকটি শর্ত মেনে এ অর্থ ব্যয় করতে নির্দেশনা দেয়া হয়েছে।