তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি ঢাবি সাদা দলের
অনলাইন ডেস্ক :
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকের সংগঠন সাদা দল। আজ সোমবার দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে শিক্ষকরা এ দাবি জানান। ওই সময় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, হামলা-মামলার মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমনপীড়নের প্রতিবাদ জানান তারা।
মানুষের নাভিশ্বাস উঠেছে। আমরা এর প্রতিবাদও করতে পারব না। আমাদের ওপর নানাভাবে মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। আমেরিকার ভিসানীতির মাধ্যমে বাংলাদেশকে উগান্ডা-নাইজেরিয়ার সমপর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বৈশ্বিক পর্যায়ে অপমানের ষোলোকলা পূর্ণ হয়েছে।
সাদা দলের বাণিজ্য অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. শহীদুল ইসলাম জাহিদ বলেন, গত মে মাসের ২৪ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ওপর ভিসা নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। যা একই সঙ্গে লজ্জাজনক ও আশার। ব্যবসা বাণিজ্য, জ্ঞান-বিজ্ঞানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। আমরা আশাবাদী, যে পরিপ্রেক্ষিতে ভিসানীতি প্রণয়ন করা হয়েছে তার মাধ্যমে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাই।
ঢাবি অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, এ দেশের সংবিধান আমাদের ক্ষমতা দিয়েছে স্বাধীনভাবে মতপ্রকাশের। কিন্তু এই সরকার মতপ্রকাশের স্বাধীনতার বিরোধিতা করে। যার প্রতিফলন আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সবসময় গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে। দেশব্যাপী যে আন্দোলন শুরু হয়েছে ভোটাধিকার লাভের আশায়। আমরা সেই আন্দোলনে সংহতি প্রকাশ করছি। কয়েক দিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে কিছু মানুষ জনবিরোধী দাবি করে। যা বড়জোর সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী পরিষদের মন্তব্য। আমদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। যেন এই ঐতিহ্য ভূলুণ্ঠিত না হয়। আমরা প্রত্যেককে এই আন্দোলনে শামিল হওয়ার দাবি জানাই। আমরা ভবিষ্যতের সব নির্বাচন সুষ্ঠু দেখতে চাই।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. আকতার হোসেন খান, অধ্যাপক আবুল কালাম সরকার, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন আহমেদ ও সহযোগী অধ্যাপক এম এ কাউসার।