Gamble Tiger Claw Slot On the web The real deal Currency or Totally free Sign up Today
ভোলা জেলা কারাগার ও জেল প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম
অনলাইন ডেস্ক :
ভোলা জেলা কারাগার ও জেল প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। রবিবার (৪ই জুন) সকালে ভোলার চরনোয়াবাদে অবস্থিত জেলা কারাগার পরিদর্শন কালে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও কাররক্ষীদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন এবং মুক্তি আসন্ন কয়েদীদের সাথে কথা বলেন। তিনি মুক্তি আসন্ন কয়েদীদের মুক্তি প্রাপ্ত হয়ে এলাকায় গিয়ে পূণরায় অপরাধের সাথে না জড়ানোার আহ্বান জানান এবং অপরাধ প্রতিরোধে জেলা পুলিশকে সহায়তার করার অনুরোধ জানান।
এসময় আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির, কোর্ট পুলিশ পরিদর্শক, ডেপুটি জেল সুপার সহ জেলা পুলিশের সদস্যবৃন্দ ও জেল কারারক্ষীগণ উপস্থিত ছিলেন।