Breaking News :

মনপুরায় হরিণের মাংসসহ আটক ১

শহিদুল ইসলাম (বিশেষ প্রতিবেদক)

ভোলার মনপুরায় হরিণের মাংসসহ মোঃ কালু (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০মে) রাত ১টা ৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ’র নেতৃত্বে এএসআই মোঃ ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন এলাকা থেকে ১৫কেজি হরিণের মাংসসহ আসামি মোঃ কালু (২৮) কে গ্রেফতার করে। আসামি মোঃ কালু মনপুরা উপজেলার ঈশ্বরগঞ্জ ৭ নং ওয়ার্ডের গেদু সদ্দারের ছেলে। এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এই হরিণের মাংস বিক্রয়ের সাথে আরো ৫ থেকে ৬ জন জড়িত রয়েছে। মোঃ কালুকে ১ নং আসামি করে ওই ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।