Breaking News :

লাইভে সার্টিফিকেট পোড়ানো মুক্তাকে চাকরি দিলেন : আইসিটি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক :

চাকরি না পেয়ে হতাশ হয়ে ফেসবুক লাইভে এসে শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট পুড়িয়ে ফেলা মুক্তা সুলতানাকে চাকরি পাইয়ে দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন “এস্টাবলিশমেন্ট অব সিকিউরড ইমেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার” প্রজেক্টে ‘কন্টেন্ট ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল কমিউনিকেশন অফিসার’ পদে চাকরির নিয়োগপত্র পেয়েছেন  মুক্তা সুলতানা। তার বেতন ৩৫ হাজার টাকা।

কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বনগ্রামের মুক্তা রাজধানীর ইডেন মহিলা কলেজ থেকে ২০১৯ সালে স্নাতকোত্তর পাশ করেন।

হতাশাগ্রস্ত হয়ে সে গত ২৩ মে ফেসবুক লাইভে এসে ২৭ বছরে অর্জন করা সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলেন। বিষয়টি গণমাধ্যম মারফৎ প্রতিমন্ত্রী পলকের নজরে আসে।

এরপরই মুক্তা সুলতানার সাথে যোগাযোগ করেন পলক এবং তাঁর দপ্তরে আসার জন্য অনুরোধ জানান। সোমবার ওই নারীর হাতে নিয়োগপত্র তুলে দেয়া হয়।

চাকরি পেয়ে মুক্তা বলেন, আইসিটি প্রতিমন্ত্রীর সহানুভুতির কারণে আমি চাকরি পেয়েছি। আমি তার প্রতি কৃতজ্ঞ।

এ সময় পলক বলেন, দেশের মেধাবী তরুণ-তরুণীরা যেন হতাশাগ্ৰস্ত না হয় এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে সেজন্য আইসিটি বিভাগ থেকে প্রশিক্ষণসহ বিভিন্নভাবে সহায়তা দিচ্ছি আমরা।

তিনি বলেন, যথাযথ শিক্ষাগ্রহণ করলে বাংলাদেশে কোনো শিক্ষিত তরুণ-তরুণী বেকার থাকবে না। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে দিয়ে নিজেকে তৈরি করতে পারলে চাকরির পেছনে ঘুরতে হবে না।

নিয়োগপত্র দেয়ার সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার এবং “এস্টাবলিশমেন্ট অব সিকিউরড ইমেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার” প্রকল্পের প্রকল্প পরিচালক ইঞ্জি: মোহাম্মদ সাইফুল আলম খান উপস্থিত ছিলেন।