Gamble Tiger Claw Slot On the web The real deal Currency or Totally free Sign up Today
আইন শৃঙ্খলা অবনতির দায় শৃঙ্খলা বাহিনীর: সিইসি
অনলাইন ডেস্ক :
আসন্ন বরিশাল সিটি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যতয় ঘটলে তার দায় আইন শৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বরিশাল সার্কিট হাউস সভাকক্ষে রোববার বিকেলে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘পক্ষপাতিত্বহীন নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’ সভায় সিটি নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে নানা দিক দির্দেশনা দেন সিইসি। সিইসি বলেন, ‘ভোটাদের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ ভোটের স্বচ্ছতা নিশ্চিত করা, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা সহ নির্বাচনের দিন সর্বোচ্চ সতর্ক থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন সিইসি। এরআগে, সকালে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সাথেও মতবিনিময় করেন সিইসি হাবিবুল আউয়াল। এ সময় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে সতর্ক হতে পরামর্শ দেন তিনি। আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের সিটি নির্বাচনে ৩০ ওয়ার্ডে ১২৬টি ভোটকেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন ও পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।