Breaking News :

বুয়েট ক্যাম্পাসের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের ডাচ্‌–বাংলা ব্যাংকের পাশের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা। নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।