Breaking News :

ভোলায় ‘জ্বীনের বাদশা’ আটক

অনলাইন ডেস্ক :

জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে এজাহারভুক্ত প্রধান আসামী মোঃ রুবেল (২৫) নামে এক যুবককে ভোলার তজুমদ্দিন থেকে আটক করেছে ভোলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা। বৃহস্পতিবার (২২ মে) ভোলার তজুমুদ্দিন থেকে আটক করে ঐ যুবককে। এজহার সূত্রে জানা যায়, রাজিয়া খাতুন (৪০) নামে এক ভুক্তভোগী বাদি হয়ে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে ২০ জনের পরিচয় সহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ৪৪ লাখ টাকা প্রতারনার অভিযোগে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ভোলা সদর মডেল থানার মামলা নং-৫৬/৬৪৩, তারিখ-২০/১০/২০২২; জি আর নং-৬৪৩/২২, ধারা-২৩/২৪/৩০/৩৫ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮; রুজুকৃত মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার এসআই রিপনের নেতৃত্বে একটি টিম আসামী মোঃ রুবেল (২৫) পিতা-রফিজল কাদের, সাং- কুঞ্জেরহাট ৭নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন’কে আসামীর শ্বশুরবাড়ি তজুমদ্দিন থানা এলাকা থেকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতঃ সহযোগী অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।