চরফ্যাশন থানার ওসি ফের ভোলা জেলার শ্রেষ্ঠ
মেসকাত আহমেদ (শিক্ষানবিশ রিপোর্টার)
ভোলার চরফ্যাশন থানার ওসি মোরাদ হােসেন টানা ২য় বারের মতো ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে শ্রেষ্ঠ ওসি’র পুরুষ্কার তুলে দেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। এই অর্জনে ওসি মোরাদ হোসেন আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সহ চরফ্যাসন থানার সকল সহকর্মীদের প্রতি। এ ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি সামনের দিনগুলোতে চরফ্যাশনের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এই পুলিশ কর্মকর্তা। উল্লেখ্য, এর আগে গত ১৮ই এপ্রিল তিনি ১ম-বার ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছিলেন।