Breaking News :

ফেসবুকে কটূক্তি: পৌর মেয়রের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

অনলাইন ডেস্ক :

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। ফেসবুকে কটূক্তির অভিযোগে আজ রোববার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন। বিচারক গোলাম ফারুক মামলা গ্রহণ করে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্য আসামিরা হলেন- বাকেরগঞ্জের নলুয়া গ্রামের সাব্বির হোসেন, বিহারীপুর গ্রামের সায়েক আহমেদ, ভরপাশা গ্রামের গোলাম কিবরিয়া ও ভবানীপুর গ্রামের নাইম আহমেদ শুভ। মামলায় উল্লেখ করা হয়েছে, মেয়র লোকমানসহ পাঁচ আসামি নিজ নিজ ফেসবুক আইডি থেকে বাদীর (লিমন) ছবি এডিট করে তার নামে কুরুচিপূর্ণ লেখা পোস্ট করেন। ওই সাংবাদিকের অভিযোগ, মেয়র লোকমান ডাকুয়া জালিয়াতি করে এক নারীর জমি দখল করেছেন। এ ছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনুর মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে কেন্দ্র সচিব ও হল সুপার বহিষ্কার হয়। এসব ঘটনা গণমাধ্যমে প্রকাশ করায় তিনি মেয়রের রোষানলে পড়েছেন। তবে মামলা বা অভিযোগের বিষয়ে কিছুই জানেন না বলেছেন মেয়র লোকমান হোসেন।