নয়া দিগন্ত’র বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দিন, সাংবাদিকতায় পেলেন সিএনসি পদক
বিশেষ প্রতিবেদক:
সাংবাদিকতায় সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) পদক পেয়েছেন দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন। প্রখ্যাত সাংবাদিক মরহুম সানাউল্লাহ নূরী স্মরণে এই পদক প্রদান করা হয়। ১২ মে শুক্রবার ঢাকা থেকে ভার্চুয়াল লাইভে অনুষ্ঠিত আলোচনা সভায় সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হক আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএনসির সভাপতি শিশু সংগঠক অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা। বিশেষ অতিথি হিসেবে দুবাই থেকে অংশগ্রহণ করেন আহমাদুর রহমান। আযাদ আলাউদ্দীন ছাড়াও অনুষ্ঠানে আরো দুজন বিশিষ্ট ব্যক্তিকে সিএনসি পদকের জন্য মনোনীত করা হয়। তাদের মধ্যে মাওলানা আবদুর রহিম স্মরণে পদক পান বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও আল আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল আউয়াল। সাহিত্যিক ও গবেষক অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান স্মরণে পদক পান কবি তাসরিন প্রধান। অনুষ্ঠান পরিচালনা করেন সিএনসির মিডিয়া এক্সিকিউটিভ ইসমাইল হোসেন।