Breaking News :

মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে ১ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক :

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে প্রায় ১ হাজার আধাপাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার চেয়ারম্যান মুজিবুর রহমান। এ সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৭ কিলোমিটার।

টেকনাফে এর গতিবেগ ছিল ১১৫। তবে ৮ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হলেও ততোটা হয়নি।

রোববার বেলা প্রায় ৩টার দিকে বাংলাদেশের উপকূল অতিক্রম করে এটি আছড়ে পড়ে মিয়ানমারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টা ঢাকাসহ কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া, পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কাও করা হয়েছে।

মোখার প্রভাবে পানিতে তলিয়ে গেছে কক্সবাজার উপকূলের অনেক এলাকা। বিশেষ করে সদর, মহেশখালী, কুতুবদিয়া এবং টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ওই সব এলাকার দুই লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসায়।

ঘূর্ণিঝড় মোখা নিয়ে বেশ কয়েকদিন উৎকণ্ঠা ছিল দেশজুড়ে। ক্ক্সবাজারে ১০ নম্বর মহাবিপৎসংকেত, চট্টগ্রাম ও পায়রা বন্দরে দেওয়া হয় ৮ নম্বর। মোখার অগ্রভাগের প্রভাব শনিবার মধ্য রাত থেকে শুরু হলেও ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূলে আঘাত হানে রোববার দুপুরে।

ঘূর্ণিঝড় মোখা থেকে বাঁচতে শনিবার দুপুর থেকে পরিবার-পরিজন নিয়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেন উপকূলীয় এলাকার মানুষ। অনেকের সাথেই ছিল গবাদিপশু। ৭০০ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ২ লাখের বেশি মানুষ।
কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আকতার কামাল বলেন, আশ্রয়কেন্দ্রের মানুষদের জন্য রান্না করা ও শুকনো খাবার বিতরণ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকেও পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. শাহীন ইমরান বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিতে শনিবার থেকে মাইকিং করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে সাড়ে ৫ লাখের বেশি মানুষকে জরুরি সেবা দিতে প্রস্তুত রয়েছে মেডিকেল টিম।
আশ্রয়কেন্দ্রের মানুষ এবং ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা, ৫৯০ টন চাল এবং ৭ টন শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। মজুত রয়েছে ১৯৪ বান্ডিল ঢেউ টিন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, কক্সবাজারের সেন্টমার্টিন আর টেকনাফ ঝড়ের কেন্দ্রের আওতায় পড়ে। দেশের উপকূল অতিক্রম করে মিয়ানমারে গিয়ে নিম্নচাপে রূপ নেয়। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির হতে পারে।

গত ৮ মে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় লঘুচাপ, পরে তা নিম্নচাপ হয়ে ১১ মে ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়।