Breaking News :

আরও শক্তিশালী মোখা, দীর্ঘসময় তাণ্ডব চালাবে উপকূলে

অনলাইন ডেস্ক :

আরও শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় মোখা। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে এখন বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ২০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। শনিবার (১৩ মে) রাত ১০টায় আবহাওয়া অধিদপ্তরের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আবহাওয়াবিদ মো.আব্দুর রহমান খান। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৫২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে, যা ঘণ্টায় ১৮০-২০০ কিলোমিটার বেগে আগাচ্ছে। এর কেন্দ্রের পরিধি ৭৪ কিলোমিটার। এটি রোববার সকাল থেকে সন্ধা ৬টার মধ্যে উপকূলীয় অঞ্চল সেন্টমার্টিন ও কক্সবাজারে অবস্থান করতে পারে। সেখানে ৪-৬ ঘণ্টা অবস্থান করতে পারে।
আব্দুর রহমান খান আরও জানান, সাইক্লোনে চট্টগ্রাম ও কক্সবাজারে ৮-১২ ফিট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে। আজ মধ্যরাতে উপকূলীয় এলাকায় ঝড়ের প্রভাব শুরু হতে পারে। কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম ও মোংলাবন্দরে ৮ নম্বর বিপদ সংকেত, মোংলায় ৪ নম্বর বিপদ সংকেট দেখাতে বলা হয়েছে।