কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী মারা গেছেন
অনলাইন ডেস্ক :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি কবিপুত্র কাজী অনিরুদ্ধের স্ত্রী। শুক্রবার (১২ মে) স্থানীয় সময় ভোরে কলকাতার এসএসকেএম হাসপাতালে হার্ট অ্যাটাকে মারা যান নজরুল গীতির জনপ্রিয় এই শিল্পী। তিনি বেশকিছুদিন ধরেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শনিবার তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। ২০১৫ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে সঙ্গীত মহাসম্মান প্রদান করে।