চরফ্যাশনে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা
অনলাইন ডেস্ক :
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় চরফ্যাশন উপজেলা প্রশাসন কতৃক ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার সকাল ১১ টায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশানের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, যে কোনো দুর্যোগে চরফ্যাশনের উপকূলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। আগামী ১৩ থেকে ১৫ মে’র মধ্যে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে স্ব স্ব দপ্তরে উপস্থিত থাকার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রস্তুত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া দুর্যোগের পূর্বাভাস আসামাত্রই বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে আনতে উপকূলীয় নদীতে নৌকা, ট্রলার প্রস্তুত রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া মাইকিং করে উপকূলবাসীকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হবে। আশ্রয়কেন্দ্র ছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। সভায় পৌর মেয়র মো. মোরশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, সিপিপি কর্মকর্তা মেজবাহ অর রশিদ, কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলার সহকারী পরিচালক রাশিদা বেগম সহ বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি সদস্য, সাংবাদিক এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।